বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ডেস্ক নিউজ।।
রাজধানীর উত্তরায় মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ (৭৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ির পঞ্চম তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়িটি উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক পান্না আক্তারের।
নিহত ওই ব্যক্তি বরিশাল জেলার হিজলা উপজেলার চর আবুপুর গ্রামের মৃত খামেদ আলী খানের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে ওই ভাড়া বাড়িতে বসবাস করতেন।
এলাকাবাসী জানান, দুপুরের দিকে শামসুদ্দিন আহমেদের স্ত্রী বাসায় ফিরে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন তাঁর গলায় ছুরি ঢোকানো ছিল। পরে তাঁকে দুপুর ১টা ৫০ মিনিটে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাশেদা বেগম আজকের বলেন, ‘আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য সকালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। তখন শামসুদ্দিন আহমেদ বাসায় একাই ছিলেন। পরে হাসপাতাল থেকে বাসায় ফিরে রুমের দরজা খুলে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে রয়েছেন।’
রাশেদা বেগমের দাবি,‘নিহত শামসুদ্দিনের ভাতিজা তানভীরসহ দুই-তিনজন পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের মরদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রাখা ছিল। অপরদিকে ঘটনাস্থলের ওই বাড়িতে সিআইডি ক্রাইমসিন ইউনিট ও থানা-পুলিশ মামলা তদন্তের কাজ ও আলামত সংগ্রহ করছিলেন।
হত্যাকাণ্ডের প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানা পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছি। সেই সঙ্গে ক্রাইম সিন পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’