শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাসে ‘নো-ফ্লাই জোন’ স্থাপন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ এর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট ‘তাস’ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দক্ষিণের নো-ফ্লাই জোন ২৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থাটি।
ডোনেটস্ক এবং লুহানস্ক হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি নগরী। এদুটি নগরীকে একত্রে ডনবাস বলা হয়। সম্প্রতি অঞ্চল দুটিকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
রুশ সামরিক অভিযান শুরুর পর বারবার ন্যাটো জোটসহ পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের আকাশে ‘জো-ফ্লাই জোন’ ঘোষণার অনুরোধ জানালেও তা প্রত্যাখান করেছে তারা। তবে রাশিয়া ঠিকই তার স্বীকৃত দুটি অঞ্চলে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করেছে।