শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।।
দার্দানেলিস প্রণালিতে বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন করেছেন তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার ফ্রান্স ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অটোমান সাম্রাজ্যের নৌসেনাদের ১০৭তম বিজয় বার্ষিকীতে এরদোগান এই সেতু উদ্বোধন করেন। এই সেতু ব্যবহার করে তুরস্কের এশিয়া অংশ থেকে ইউরোপে মাত্র ৬ মিনিটে যাওয়া যাওয়া যাবে।
ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে, তুরস্কে দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান বড় বড় অবকাঠামো নির্মাণ করছেন। এর মধ্যে এই ঝুলন্ত সেতুটি অন্যতম। তুরস্কের চানাক্কালে সেতুই এখন বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু।
তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি যৌথভাবে সেতুটি নির্মাণকাজ করেছে। সেতুর পুনর্নির্মাণে ২৮০ কোটি ডলার খরচ হয়েছে।
সেতু উদ্বোধনের দিন প্রেসিডেন্ট এরদোগান বলেন, এই সেতু দার্দানেলিস প্রণালিতে শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখবে।
৪ দশমিক ৬ কিলোমিটারের এই সেতু ব্যবহার করলে যাত্রীবাহী প্রতিটি বাহনকে প্রতিবার সাড়ে ১৩ ডলার দিতে হবে। ২০১৭ সালের মার্চে সেতুটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়। টানা পাঁচ বছর ধরে পাঁচ হাজারের বেশি শ্রমিক এই সেতু নির্মাণে কাজ করেছেন।