রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ শিশু একাডেমিতে উদ্যাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২। বাংলাদেশ
শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। স্বাগত
বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। অনুষ্ঠানে দু’জন শিশুবক্তা মহান
স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখে।
প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জাতির পিতা ৭
মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন। জাতির পিতার ২৬
মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম।
এরপর নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বিজয়। জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত-
সমৃদ্ধ দেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই শিশুদের জন্য উন্নত বাংলাদেশ
প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার জীবন আদর্শ বুকে
ধারণ করে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও
দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিভিন্ন
প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।