মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
ডেস্ক নিউজ ।।
ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার এ ঘটনা ঘটে।
দেশটির প্যারামেডিকসরা জানান, গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা।
ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শহরটি পূর্ব ইসরায়েলের একটি বাণিজ্যিক রাজধানী।
এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।
তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।