শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।।
রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলোর কাছে ভারি অস্ত্র সহযোগিতা আহ্বান করেছে ইউক্রেন। শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই আহ্বান জানান।
জেলেনস্কির উপদেষ্টা বলেন, কিয়েভে এবং চেহেরনিহিভ থেকে পিছু হটে রুশ সেনারা ভিন্ন কৌশল নিয়েছে। তারা পূর্ব এবং দক্ষিণ দিকে সরে গেছে। দোনেতস্ক এবং লুহানস্ক ছাড়াও দখলকৃত বিস্তৃত অঞ্চলে শক্ত অবস্থান নেওয়ার কৌশল নিয়েছে তারা।
মিখাইলো পদোলিয়াক বলেন, ইউক্রেনকে রুশপন্থীদের সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। এর জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কাছে সহযোগিতা আহ্বান করেন।
ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, আমাদের সহযোগীদের বুঝতে হবে ইউক্রেনে আফগানিস্তানের মতো হবে না। রুশ সেনারা ইউক্রেনের সকল অঞ্চল থেকে চলে গিয়ে পূর্ব এবং দক্ষিণ দিকে শক্ত অবস্থান নেবে। সেখান থেকে তারা দূর পাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ করবে। সুতরাং তাদের প্রতিহত করতে দূর পাল্লার অস্ত্র ছাড়া সম্ভব না।
আফগানিস্তানের মতো হবে না বলতে তিনি বুঝিয়েছেন— আফগানিস্তানের যোদ্ধারা রুশ সেনাদের ওপর গেরিলা পদ্ধতিতে আক্রমণ করেছিল। কিন্তু ইউক্রেনে রুশ সেনারা দূরে অবস্থান নিয়ে হামলা করবে। সুতরাং তাদের আক্রমণ বন্ধ করতে দূর পাল্লার অস্ত্র প্রয়োজন হবে।