মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
ডেস্ক নিউজ ।।
দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ আবারও নিয়ে এলো বঙ্গ বব (বেজড অন বুক) সিজন-২। এবারের বব সিজনের টেলিফিল্ম ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ তে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টেলিফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একটি দৃশ্যে দেখা যাবে প্রতিমন্ত্রীর হাত থেকে মেহজাবিন চৌধুরী অ্যাওয়ার্ড নিচ্ছেন।
বব সিজন-২ এর মধ্য দিয়ে বঙ্গ এই ঈদে নিয়ে এসেছে জনপ্রিয় সাতটি বইয়ের গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম। এর মধ্যে জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ও আছে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ও নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীনসহ অনেকেই। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এই টেলিফিল্মে বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগেও বঙ্গ বব সিজন ১-এ ‘চরের মাস্টার’ টেলিফিল্ম এর প্রচারণায় এক বিশেষ লাইভ প্রোগ্রামে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী উপস্থিত থেকে বঙ্গ বব টিমকে উৎসাহ দিয়েছিলেন।