শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ।।
রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য ও তেল আমদানি বন্ধ করতে মার্কিন সিনেটে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, তিনি আশা করেছেন খুব শিগগিরই এই ভোট অনুষ্ঠিত হবে। অন্যপক্ষের সাথে কয়েক সপ্তাহ আলোচনার পর এটা গুরুত্বপূর্ণ যে, আমরা এগিয়ে যাওয়ার একটি পথ খুঁজে পেয়েছি।
বাণিজ্য স্থগিতাদেশের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রুশ পণ্য আমদানিতে উচ্চ শুল্ক কার্যকর করার পথ প্রশস্ত করবে। একই সঙ্গে রুশ তেল আমদানি নিষিদ্ধের বিষয়ে বাইডেন ইতোমধ্যে যেসব নির্বাহী পদক্ষেপ নিয়েছেন, এই বিলটির মাধ্যমে সেগুলোও আইনে পরিণত হবে।