বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে মঙ্গলবার থেকে (১৯ জুলাই) চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
রোববার (২৪ জুলাই) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকাও জানিয়ে দিয়েছে।
ডিপিডিসি ও ডেসকোর আওতাভুক্ত যেসব এলাকায় আজ লোডশেডিং হবে তা পিডিএফ আকারে দেওয়া হলো:
আজিমপুর
আদাবর
কাকরাইল
কাজলা
কামরাঙ্গীরচর
খিলগাঁও
জিগাতলা
জুরাইন
ডেমরা
ডেসকো
তেজগাঁও
ধানমন্ডি
নারায়ণগঞ্জ পশ্চিম
নারায়ণগঞ্জ পূর্ব
নারিন্দা
পরিবাগ
পোস্তগোলা
ফতুল্লা
বংশাল
বনশ্রী
বাংলাবাজার
বাসাবো
মগবাজার
মতিঝিল
মাতু্য়াইল
মানিকনগর
মুগদাপাড়া
রমনা
রাজারবাগ
লালবাগ
স্বামীবাগ
শ্যামপুর
শ্যামলী
সাতমসজিদ
শীতলক্ষ্যা
সিদ্ধিরগঞ্জ
শেরেবাংলা নগর
কাগজের সংবাদ/মেহেদী হাসান