রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেশের সাত পৌরসভা, দুই উপজেলা পরিষদ ও ৬৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে চার পৌরসভা ও ১৫ ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে। বাকিগুলোর বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া একটানা বিকেলে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
আজ ভোট নেওয়া পৌরসভাগুলো হচ্ছে- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ। এ ছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মেহেরপুরের গাংনী পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। এসব উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হচ্ছে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। এ ছাড়া ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হচ্ছে।
নির্বাচন সুষ্ঠু রাখতে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
কাগজের সংবাদ/মেহেদী হাসান