রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন কাজিরচর ইউনিয়নে জাতীয় কৃষক সমিতি ইউনিয়ন সম্মেলন জাকির মালের সভাপতিত্বে গত ১৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারি বিকাল ৩ ঘটিকায় আরিফ মাহমুদ কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পূর্বে মালের দাম বৃদ্ধি সহ দ্রব্য মূল্য দাম কমানোর দাবিতে প্যাদার হাট বাজারে মিছিল করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এম পি কমরেড এ্যডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, সাধারন সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বরিশাল জেলা কমিটি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষক সমিতি সম্মেলন প্রস্তুতি কমিটি বরিশাল জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক কমরেড মোজাম্মেল হক ফিরোজ। ওয়ার্কার্স পার্টি মুলাদী উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় কৃষক সমিতি সম্মেলন প্রস্তুতি কমিটির বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড এম এ গফুর মোল্লা।
উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি মুলাদী উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ মোতালেব বেপারী। জাতীয় কৃষক সমিতি মুলাদী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক সবুজ মাতুব্বর, সদস্য সিরাজুল হক সেন্টু আকন, কাঞ্চন রাড়ী, খোকন বেপারী, সুলতান শেখ সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্ধ।
সম্মেলনে কাজিরচর ইউনিয়ন নতুন কমিটির সভাপতি জাকির হোসেন মাল, সাধারন সম্পাদক জসিম উদ্দিন চৌকিদার সহ ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।