রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
এম গফুর মোল্লা :
লুৎফুন নেসা খান জাতীয় সংসদ ৪৪৮, মহিলা আসন ৪৮ এর মাধ্যমে বরিশাল জেলার মুলাদী উপজেলায় যোগাযোগ ব্যবস্থা সহ বিবিধ উন্নয়নের ব্যাপক ছোয়া বইছে। বর্তমানে (১) তালুকদার হাট-বাশতলা বাজার হয়ে মৃধার হাট, (২) নাতির হাট- নাজিরপুর, কুতুবপুর- মোল্লার হাট, কাজিরহাট- নন্দির বাজার, মধ্য ভাঙ্গার মোনা, কুতুবপুর, (৪) কলেজগেট মাদ্রাসারহাট- চরমালিয়া বেপারীহাট- রজু মুন্সির হাট, (৫) খাসেরহাট- জালিয়া কান্দী, (৬) কজিরচর ইদগাহ- বাদামতলা- শাহজাহান দফাদার বাড়ী, কাজিরচর, (৭) বড়ইয়া বাজার- প্রকাশ মন্ডল বাড়ী, বড়ইয়া, কাজিরচর, (৮) চরকালেখান ৯নং ওয়ার্ড নমরহাট বাজার- একতার বাজার উক্ত কাজ ছাড়াও ইটের সলিং রাস্তা নির্মান কাজিরচর, সফিপুর (সোনামদ্দিন বন্দরের হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার দোতালার কাজ প্রায় সমাপ্ত), চরকালেখান, বাটামারা ইউনিয়নে ইট সলিং রাস্তার প্রজেক্টের কাজ শুরু হয়েছে এবং এক-দুই সপ্তাহর ভিতরে বাকী গুলো শুরু হবে।
মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, স্কুল, অসহায় মানুষের মধ্যে ঐসিক ভাতার টাকা সহ বিবিধ কাজ বাস্তবায়নের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছেন তিনি। আগামী ডিসেম্বর ২০২২ এর মধ্যে বরাদ্দকৃত কাজ শুরু ও সমাপ্ত হলে, লুৎফুন নেসা খান মহিলা, সংসদ সদস্যর শুনাম সাধারন মানুষের দৌড় গোড়ায় পূর্ন পৌছে যাবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও গন সংগঠন মুলাদী উপজেলা ব্যাপী কর্মীরা উন্নমূখী কাজ করার জন্য আপ্রান পরিশ্রম চালিয়ে যাচ্ছে। নাজিরপুর ও বাটামারা ইউনিয়নের মূল দলের নেতাকর্মীরা আরো সচেতন হলে গনসংগঠনের বহু কর্মী সৃষ্ঠি হবে। সেই চেষ্টায় মূল দল ও গনসংগঠনের কর্মীরা আপ্রান চেষ্টা চালাচ্ছে।