বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরাতে মানুষের হাঁটার ফুটপাত দখল করে টং দোকান বসিয়ে রাস্তা বন্ধ করে চলছে ড্রাইভিং ট্রেনিং স্কুল রেন্ট এ কার। বিষয়টি দেখেও না দেখার ভান করে আছেন সিটি কর্পোরেশন ও প্রশাসন ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শত শত টং দোকান, মানুষ ফুটপাত দিয়ে হাটতে না পেরে রাস্তা দিয়ে হাটতে হয়, ফলে ঘটে ছোট খাট দুর্ঘটনা। বাচ্চা ও বৃদ্ধরাও হেঁটে যাচ্ছে সড়ক দিয়ে। ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, রিক্সার ও গাড়িতে অহরহ ছোটখাটো দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
এত সুন্দর পরিবেশ নষ্ট করে দিচ্ছে ফুটপাতের এসব অবৈধ্য টং দোকান। টাইস লাগানো ফুটপাত মানুষের হাঁটার সুবিধার্থে করে দিয়েছে সরকার, সেগুলো এখন টং দোকানদারদের দখলে।
উত্তরাতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, ভাঙ্গাচুরা ফিটনেস বিহীন কিছু গাড়ি দিয়ে স্টিকার লাগিয়ে ড্রাইভিং স্কুল নাম ব্যবহার করে ব্যবসা করে যাচ্ছে, এদের নাই কোন বিআরটিএর অনুমোদন, নাই কোন গাড়ির কাগজপত্র,প্রশিক্ষকের নাই কোন ড্রাইভিং লাইসেন্সও।
এরকম চলতে থাকলে বাংলাদেশে হাজার হাজার অদক্ষ চালক তৈরি হবে, বাড়বে সড়কে দুর্ঘটনা,সড়ক পরিবহন ২০১৮ আইনে মটর ড্রাইভিং স্কুল পরিচালনা সংক্রান্ত ধারা (৬৩)এতে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা করে তাহলে বি আর টি এ এর অনুমোদিত রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে উক্ত স্কুল মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং উক্ত স্কুল বন্ধ করে দিতে হবে। কিন্তু কঠোর আইন থাকলেও সামান্য প্রয়োগ করার মতন কেউ নেই।