বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও আজকের দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক আমিনুর রহমান তাজ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকার মালিবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছোট ভাই মিজানুর রহমান মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরাজ জানান, এক সপ্তাহ আগে আমিনুর রহমান তাজ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখান থেকে দারুসসালাম হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে কয়েকদিন আগে তাকে বাসায় আনা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।
দেশের অপরাধ বিটের সাংবাদিকতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র আমিনুর রহমান তাজ। বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টারদের মধ্যে অনেককেই তিনি কাজ শিখিয়েছেন।
১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় তার কলমের খোঁচায় কাঁপতো ঢাকার অপরাধ জগৎ। প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে যার গ্রেপ্তারে আন্দোলন হয়েছিল বিশ্বের অনেক দেশে। যার ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রশাসন।
আমিনুর রহমান তাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম অঙ্গনে।