বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের পরের ভারতের বিপক্ষে এখনও খেলতে পারবেন কিনা নিশ্চিত নন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে গতকাল (মঙ্গলবার) তার রানিং ও ব্যাটিং অনুশীলন শেষে কিছুটা স্বস্তি মিলতে পারে টাইগার শিবিরে। প্রায় পৌনে একঘণ্টার ব্যাটিং এবং পুরো অনুশীলনে সাকিবকে সাবলীল-ই দেখা গেছে। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন এই টাইগার দলনেতা। যার মধ্যে একটি ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির উইকেট নেওয়া।
অবশ্য সাকিবকে নিয়েও কথা বলেছেন এই মাস্টার ব্যাটার। ভারতীয় ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘স্টার স্পোর্টস’-এর সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘সাকিব অনেক অভিজ্ঞ। আমি তার বিপক্ষে বছরের পর বছর অনেকবার খেলেছি। তার নিয়ন্ত্রণক্ষমতা দারুণ। বোলিংয়ে সে অনেক অভিজ্ঞ। নতুন বলে দারুণ বোলিং করে। ব্যাটারকে বোকা বানাতে পারে।’
সাকিবের মতো বোলারের বিপক্ষে খেলার ধরনটাও জানেন কোহলি, ‘রান খরচে সে অনেক কৃপণ। আসলে সব বোলারের বিপক্ষে সেরাটাই দিতে হয়। কারণ এমনটা না করতে পারলে সেই বোলার চাপ তৈরি করবে এবং তাতে আউট হওয়ারও সম্ভাবনা তৈরি হয়।’
অন্যদিকে, কোহলিকে নিয়ে সাকিব বলেন, ‘সে (কোহলি) খুবই স্পেশাল ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সবচেয়ে সেরা। আমি ভাগ্যবান যে তাকে ৫ বার আউট করতে পেরেছি। এবার তাকে আউট করতে পারলে আমার ভালোই লাগবে।’
সাকিবের প্রশংসায় ঝরেছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কণ্ঠে। তিনি বলেন, ‘সাকিব খুব স্মার্ট। সে অনেকদিন তার দেশের প্রত্যাশার ভার নিজের কাঁধে বহন করছে।’
আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় পুনের ইক্কানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সেই ম্যাচে সাকিব খেলবেন কিনা সেটি নির্ভর করছে টিম টাইগার্সের দেওয়া স্ক্যান রিপোর্টের ওপর। তবে মাঠে নামতে মুখিয়ে আছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক।