বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
পুরো মুসলিম বিশ্বকে যেন এক কাতারে নিয়ে এসেছে ফিলিস্তিন। ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি পেতে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। বিপরীত দিক থেকে ইসরায়েল থেকেও আসছে কড়া আক্রমণ। নিহতের সংখ্যা এরইমাঝে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এমন অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছেন মুসলিম বিশ্বের নামী ব্যক্তিরা। সেই তালিকায় আছেন জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুর্কি বংশোদ্ভুত ওজিল প্রতিনিয়ত ফিলিস্তিনের মানুষের ওপরে বোমা হামলা ও নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। শিগগিরই এই যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট থেকে এই আহ্বান জানান ওজিল। পোস্টে ফ্রি প্যালেস্টাইন হ্যাশট্যাগে ওজিল লিখেছেন, ‘নিরীহ মানুষের ওপর, বিশেষ করে ছোট বাচ্চাদের ওপর প্রতিদিন, প্রতি ঘণ্টায় বোমা ফেলার কোনো কারণ কি এই পৃথিবীতে থাকতে পারে? নিশ্চিতভাবেই না!!! এটা পুরোপুরি দুঃস্বপ্নের মতো- মানবতা কোথায়, মানুষ?’
এর আগে গত ১৩ অক্টোবর অন্য এক পোস্টেও একই আহ্বান জানিয়েছিলেন ওজিল, ‘ ১৩ অক্টোবর ওজিল লিখেছিলেন, ‘মানবতার জন্য প্রার্থনা করছি, প্রার্থনা করছি শান্তির জন্য। ফিলিস্তিনের নিষ্পাপ মানুষ বিশেষ করে শিশুরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে। সেটি অপর পক্ষেও দেখা যাচ্ছে। এটি হৃদয়বিদারক ও দুঃখজনক ঘটনা। দয়া করে যুদ্ধ বন্ধ করুন।’
যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সালাহ : ওজিলসহ আরও অনেক ফুটবলার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিশ্বনেতাদের এক হতে আহ্বান জানিয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এরকম সময়ে কথা বলা সহজ নয়, অনেক বেশি সহিংসতা এবং খুব বেশি হৃদয়বিদারক বর্বরতা চলছে… প্রতিটি জীবনই মূল্যবান এবং সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। হত্যাকাণ্ড বন্ধ করা দরকার; পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে ফেলা হচ্ছে। পরিষ্কার বিষয় হলো, গাজায় মানবিক সাহায্যের অনুমতি অবিলম্বে দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে।’
যুদ্ধ-বিদ্ধস্ত গাজার মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানালেন সালাহ। আকুতি জানালেন বিশ্বনেতাদের কাছে। তিনি বলেন, ‘গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ভয়ঙ্কর ছিল। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রয়োজন। নিরীহ মানুষের হত্যা বন্ধে আমি বিশ্ব নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।’