রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর আজ সোমবার হাইকোর্টে রায়ের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে ১১ অক্টোবর শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। সাত বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যা করে।
এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে নব্য জেএমবির সাত সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।