বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক
প্যারিসে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠান। যেখানে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবার এই পুরস্কার পেলেন তিনি। এদিন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম।
কেবল ১৬ বছর বয়সে বার্মিংহ্যাম সিটির মূল দলে অভিষেকের পর অল্প কদিনেই ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন বেলিংহাম। পরের বছর বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়ে সেখানেও খুব দ্রুত নিজেকে মানিয়ে নেন তিনি। আলো ছড়িয়ে নজর কাড়েন ফুটবল বিশ্বের।
গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে যেন নতুন রূপে ধরা দিয়েছেন বেলিংহাম। শুধু মাঝমাঠে নয়, আক্রমণভাগেও হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলটির জার্সিতে ১৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৩ গোল।
ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধরাবাহিকতায় এগিয়ে চলার পথে এবার ব্যালন ডি অরের মঞ্চে জিতলেন দারুণ এই স্বীকৃতি—কোপা ট্রফি।
২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। প্রথমবার পুরস্কারটি জেতেন কিলিয়ান এমবাপে। পরের বছর মাটাইস ডি লিখট। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে ব্যালন ডি অরের কোনো পুরস্কারই দেয়নি ফ্রান্স ফুটবল। এরপর ২০২১ সালে পেদ্রি এবং গতবছর তার বার্সেলোনা সতীর্থ গাভি পুরস্কারটি পান।