বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক
পাকিস্তানের বিপক্ষেও নখদন্তহীন পারফরম্যান্সের পর নানা প্রশ্নের সম্মুখীন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সেসবের উত্তর খুঁজতে গিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। কারণ সঠিক উত্তরটাই যে জানা নেই! সর্বশেষ ইডেনে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পরও সঠিক উত্তর দিতে পারেননি সাকিব।
এখন ৭ ম্যাচে টানা ৬ হারে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনাই হুমকির মুখে পড়ে গেছে। বাকি রয়েছে আরও দুই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে টেবিলের সাতে থাকা প্রয়োজন। কিন্তু পোস্ট ম্যাচ ইন্টারভিউতে এভাবে অসহায়ত্ব ফুটে উঠলো সাকিবের কথায়, ‘রানটা যথেষ্ট ছিল না। উইকেট খুবই ভালো ছিল, আমরা আবার দ্রুত উইকেট হারিয়েছি। কিছু পার্টনারশিপ ছিল, তবে বড় হয়নি। ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম দশ ওভারে ওরা যেভাবে বল আর ব্যাটিং করেছে সেটা ছিল অসাধারণ।’
এবারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারানো দলটি বাংলাদেশ। দলটার টপ অর্ডার সেই ধারা অব্যাহত রেখেছে পাকিস্তানের বিপক্ষেও। প্রথম ৬ ওভারে ২৩ রানে পড়েছে ৩ উইকেট। এই ধসের কারণে প্রমোশন পেয়ে ওপরে ব্যাট করেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তার পর ছয় নম্বরে নেমেছেন সাকিব। তাকে অবশ্য ৬৪ বলে ৪৩ রান করতেও সংগ্রাম করতে দেখা গেছে। পরে তো হারিস রউফের বলে পুল করে উইকেট দিয়ে এসেছেন। ব্যাটারদের ব্যর্থতার জবাবে সাকিব বলেছেন, ‘টপের চার ব্যাটারের কাছ থেকে রান পাচ্ছি না। আমি টপের চার নম্বরে খেলছিলাম। আমিও স্কোর পাচ্ছি না। বলা যায় আত্মবিশ্বাস আমারও নিচুতে। হয়তো ভাগ্যক্রমে কিছু রান পেয়েছি। এই মুহূর্তে অনেক পরিবর্তন সব কিছু কঠিন করে ফেলেছে। এখন সামনে এগিয়ে যেতে হবে। সম্মিলিত পারফরম্যান্স উপহার দিতে হবে। আরও দুটি ম্যাচ বাকি। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’