শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় একের পর এক সহিংসতা তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। আরব দেশসহ পশ্চিমা দেশের নেতারা বারবার যুদ্ধ বিরতির কথা বললেও তাতে কোন অগ্রগতি হয়নি। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও রুদ্ধদ্বার বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় বৈঠক শুরু হবে। সিকিউরিটি কাউন্সিল রিপোর্টের (এসসিআর) বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে এসসিআর জানিয়েছে, চীন ও সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একেই বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে।এ দুই দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। আশা করা যাচ্ছে, নিরাপত্তা পরিষদের ১০টি সদস্য দেশের মাধ্যমে গাজা ইস্যুতে নতুন কোনো প্রস্তাব আসবে।
গাজা ইস্যুতে এর আগেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে চারবার। তবে তাতে শেষ পর্যন্ত কোন সুরাহা আসেনি। যুদ্ধ বিরতিসহ চারটি প্রস্তাব তোলা হয়েছিল ওই বৈঠকে। তবে ভেটোর জন্য সেগুলো পাস হয়নি নিরাপত্তা পরিষদে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এরই মধ্যে এক মাস গড়িয়েছে। শেষ পাওয়া খবরে ৯,৭৭০ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় যার মধ্যে শিশুর সংখ্যা চার হাজারের বেশি।