রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক
শাহরুখ কন্যা সুহানা খানের প্রথম কাজ। বাবা হয়ে পাশে থাকবেন না তা কি হয়? চলতি বছর বলিউড বাদশার তিনটি ছবি, ইতোমধ্যেই সুপারহিটের তালিকায় জায়গা করে নিয়েছি পাঠান, জওয়ান, এবার ডানকির পালা।
তবে এরই মধ্যে নাকি আরও একটি ছবির মুক্তির সম্ভাবনা রয়েছে শাহরুখের। তবে বড় পর্দায় না, এটি ওটিটি-তে। ছবির নাম দ্য আর্চিজ।
মেয়ে সুহানা খানের প্রথম ছবিতে নাকি ক্যামিও করেছেন শাহরুখ খান। যদিও এই খবর এখনও নাকি পর্যন্ত চাপাই রাখা হয়েছে। ফলে নিশ্চিত কিছু বলা না গেলেও বলিউডে কান পাতলা এখন এই নিয়ে চর্চা তুঙ্গে।
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সুহানা খান, খুশি কাপুর অগস্ত্য নন্দীর প্রথম সিরিজ দা আর্চিজ। অনেকদিন ধরে জোয়া আখতার এই ছবি নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার ট্রেলার ও গান।
বলিউড সূত্রে জানা গেছে, করণ জোহারের সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হতে চলেছেন সুহানা খান। এখন দেখার প্রথম ছবিতে অভিনয়ের কিং, শাহরুখ খানের কন্যা কতটা দর্শকদের মন ছুঁতে পারেন।