বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানের অধিনায়কত্ব শেষ হয়েছে, এটা বেশ পুরাতন খবর। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করার পরেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চান তিনি। যদিও তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়ে দেবেন কিনা তা নিয়ে কিছুই খোলাসা নয়।
তবে ওয়ানডে অধিনায়কের পদটা যে খালি সেটা নিশ্চিত। নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজটাও শীঘ্রই শেষ করতে হবে ক্রিকেট বোর্ডের। ডিসেম্বর মাসেই নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। সেখান থেকেই দায়িত্ব বুঝে নেবেন নতুন অধিনায়ক। আর সেই জোয়ারে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর দিকেই চোখ বোর্ড কর্তাদের।
বিশেষ সূত্রে জানা গেছে, প্রথমে মিরাজের দিকে সুনজর থাকলেও শেষ পর্যন্ত নাজমুল শান্তর কাঁধেই উঠতে যাচ্ছে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব। তবে আনুষ্ঠানিকভাবে হয়তো নিউজিল্যান্ড সিরিজের আগেই ঘোষণা হতে পারে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। সেক্ষেত্রে মিরাজকে সহ-অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে।
দিনকয়েক আগে অধিনায়ক ইস্যুতে কথা বলেছিলেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই কর্তা সেদিন বলেছিলেন, ‘নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।’
নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক বলেছিলেন, ‘সাকিব যদি না থাকে নতুন কে করবে বা কে আসবে এটা বলা মুশকিল। বোর্ড আরো যারা নীতি-নির্ধারক আছে তারা দলের যা ভালো হয় ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নেবে।’