বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক
ব্যাটে-বলে চমক জাগানিয়া এক বিশ্বকাপ পার করছে ভারত। তবে, বিশ্বকাপটা কিছুটা ব্যাটসম্যানদের এমন কথা বললে হয়ত ভুল হয়না। স্বাগতিক ভারত ব্যাতীত সব দলেরই বোলিং লাইনআপ কোন না কোন ম্যাচে নাস্তানাবুদ হয়েছে। রানউৎসবের বিশ্বকাপে রান নিয়ে বেশ কিছু রেকর্ড হয়েছে। সে তুলনায় কিছুটা হলেও বিবর্ণ ছিল বোলিং বিভাগ। লো-স্কোরিং ম্যাচও তুলনামূলক কমই ছিল বিশ্বকাপে।
বিশ্বকাপে এবার বল হাতে দাপট দেখিয়েছেন মূলত পেস বোলাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় থাকা সেরা পাঁচ বোলারের মধ্যে ৪ জনই পেসার। সেরা সাতে আছেন মোটে ২ স্পিনার। যদিও লিগপর্ব শেষে উইকেট শিকারের দিক থেকে শীর্ষস্থান দখলে রেখেছেন একজনই স্পিনারই।
বিশ্বকাপে নিজের চিরচেনা ছন্দে নেই মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। তবে তাতে অজিদের জয় আটকায়নি। আর এতে বড় ভূমিকা ছিল অ্যাডাম জাম্পার। এই লেগ স্পিনার এখন পর্যন্ত এবারের আসরে ২২ উইকেট শিকার করেছেন। উইকেটপ্রতি খরচ করেছেন ১৯ রানের কিছু কম।
তালিকার পরের ৬ জনই পেসার। শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা নিয়েছেন ২১ উইকেট। দল বাজে পারফর্ম্যান্সের কারণে বাদ পড়লে মাদুশাঙ্কা ছিলেন উজ্জ্বল। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের বেশ ভুগিয়েছেন এই পেসার। উইকেটপ্রতি ২৫ রান দিয়ে কিছুটা খরুচে বোলিং করলেও শ্রীলঙ্কার প্রত্যাশা পূরণে অনেকটা একাই কাজ করে গিয়েছেন এই পেসার।
গেরাল্ড কোয়েটজে আছেন তালিকার তিনে। ১৯.৩৮ গড়ে উইকেট নিয়েছেন ১৮টি। প্রথমবার বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখতে তার উপর অনেকাংশে নির্ভর করতেই হবে দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানের শাহিন আফ্রিদি আছেন চারে। কোয়েটজের মতই ১৮ উইকেট পেয়েছেন তিনিও। তবে, গড় অনেক বেশি থাকায় চারে থাকতে হচ্ছে তাকে।
পরের দুই স্থানে আছেন মার্কো জানসেন এবং জাসপ্রিত বুমরাহ। তাদের দুজনের উইকেট সমান ১৭টি। ছয়ে থাকা মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা দুজনেই পেয়েছেন ১৬টি উইকেট।