শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ড্রাইভিং লাইসেন্স রি-নিউ করতে হলে এনআইডি দিয়ে বি আর টি এর বিএস্পি একাউন্ট খুলতে হয়। তাতেই জেনো সব সমস্যা। এনআইডি দিয়ে একাউন্ট খুললে দেখাজায় ড্রাইভিং লাইসেন্স এর সাথে এন আইডির সাথে নামের বানানের গর মিল। কিছু ড্রাইভিং লাইসেন্সএ মো: আছে, এনআইডিতে নেই, কিছু ড্রাইভিং লাইসেন্সএ ডট আছে এনআইডিতে নেই, কিচ্ছু ড্রাইভিং লাইসেন্সএ নামের বানানে দুই-একটি শব্দ মিল নাই, এই লাইসেন্সগুলোর কোনো সংশোধনের সুযোগও নেই।
ড্রাইভিং লাইসেন্স সংশোধন করতে হলে ড্রাইভিং লাইসেন্স-এর নব্বই দিনের বেশি মেয়াদ থাকতে হয়। যাদের মেয়াদ শেষ রি-নিউ করতে লানার করবে তারা করতে পারছে না, সংশোধনও হচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স রি-নিউ করতে না পারলে চাকরি হারাতে হবে হাজারো ড্রাইভারদের।
বিআরটি-এর দারে দারে ঘুরে কেউ কোনো সমাধানের পথপাচ্ছে না, বিআরটিএতে গেলে অফিসারদের একটাই উত্তার সফটওয়্যার আমরা বানাই নাই। ড্রাইভারদের দাবি রি-নিউ লানার-এর সময় এনআইডির সাথে মিল করে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক। জদি প্রয়োজন হয় আমরা সংশোধনের ফি দিবো। রি-নিউর সাথে সংশোধন হয়ে গেলে আমাদের আর হয়রানির শিকার হতে হয় না।
বিআরটিএ যেই উদ্যোগ নিয়েছে আমরা সাধুবাদ জানাই, যে এনআইডির সাথে মিল করে আমাদের ড্রাইভিং লাইসেন্স দিবে, কিন্তু আমাদের পূর্বের সমস্যা গুলো এখন একসাথে সমাধান হয়ে গেলে পরবর্তীতে আমাদের আর ভোগান্তি পোয়াতে হবে না। আমরা এখন ড্রাইভিং লাইসেন্স ডেট ফেল অবস্থায় গাড়ি চালালে মোড়ে মোড়ে আমাদের মামলা খেতে হবে, জরিমানা গুনতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা। তাই আমরা চাই দ্রুত যেন বিআরটি এর একটি সমাধান বের করে।