বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
সচিবালয় প্রতিবেদক : গতকাল ১৪ আগস্ট বুধবার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত ‘অদৃশ্য ক্ষমতাবলে এখনো স্বরাষ্ট্রের জনসংযোগের দায়িত্বে অপু’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়েছে, ‘অদৃশ্য ক্ষমতাবলে এখনো স্বরাষ্ট্রের জনসংযোগের দায়িত্বে অপু’ প্রকাশিত সংবাদটি উপদেষ্টাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যা সঠিক নয়। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদের প্রতিবাদ জানাচ্ছে। মন্ত্রণালয় ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমসমূহকে অধিকতর সচেতন হওয়ার অনুরোধ করছে।’
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের আইন কানুন ও নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল। এখানে সরকারি আদেশ অমান্য করে কোন কর্মকর্তার কোন পদে বহাল থাকার সুযোগ নেই।