রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বিজিবি বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিজিবির উদ্যোগে আজ বন্যাদুর্গত এলাকার ৩,২৬৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্যাদুর্গত ফেনী সদরে ১,১৯৫টি, ফুলগাজীতে ২০০টি, পরশুরামে ৬০০টি, ছাগলনাইয়ায় ৫০০টি, সোনাগাজীতে ১৫০টি এবং দাগনভূঁঞায় ১০০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ২,৭৪৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, কুমিল্লার বুড়িচং ৩১০টি, নোয়াখালীর সোনাইমুড়িতে ২০০টি এবং রাঙামাটির বরকলে ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে
বন্যাদুর্গত নোয়াখালীর সোনাইমুড়িতে ৫৫০ জন এবং ফেনীর ছাগলনাইয়ায় ৩১০ জনসহ মোট ৮৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।