বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বার এন্ড এসোসিয়েটস এর সার্বিক সহযোগীতায় যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা থানা এলাকায় ছাত্র/ছাত্রী ও সাধারণ জনগণের সহায়তায় পরিস্কার পরিচ্ছন্ন এবং ডাষ্টবিন বসানোর অভিযান শুরু করেন। শনির আখড়া এবং রসুলপুর এলাকায় ৫০টি ডাষ্টবিন পরীামূলক ভাবে বসানো হয়।
বার এন্ড এসোসিয়েটসের কর্ণধার বখতিয়ার আহমেদ রনী বলেন যে, আমাদের রাজধানী ঢাকা শহরকে বিশ্বের ১ নম্বর শহর হিসাবে দেখানের জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। যানজট নিরসন, বেকারত্ব দুর, শূণ্য কার্বন এবং উদ্দোক্তা তৈরীতে আমরা কাজ করছি। বর্তমানে সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এখন আর নেই। কারণ আমরা ভেবেছিলাম ভালো কাজের মূল্যায়ন হবে।
এখন দেখছি কোনো সম্ভাবনা নাই, তাই বাধ্য হয়ে এ উদ্দোগ নিতে কাজ করছি। সকল পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না তারপরেও নিজেরা যতটুকু করতে পারছি চেষ্টা করে যাচ্ছি। এই দেশের ভবিষ্যত আল্লাহ হাতে। সুতরাং আমাদের ভবিষ্যত আল্লাহর হাতে। বর্তমান সরকারের কাছে প্রকাশ করা সকল প্রত্যাশা এখন আল্লাহর কাছে।
বখতিয়ার আহমেদ রনী তিনি নিজ থেকে একটি বার্তা সর্বস্তরের মানুষকে বলেন, তিনি বলেন জম্বি ভাইরাসের মতো হায়না নামক ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করছে বলে দলবদ্ধ ভাবে বাঘের মতো মানুষ বা বীর বা দেশ প্রেমিকদের খেয়ে ফেলছে। ফ্যাক্ট: দাজ্জালের অশুভ আগমন, একটু কি ভাববেন না এ বিষয়টি নিয়ে?