শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
স্টাফ রির্পোটার
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বোয়ালিয়া গ্রামের ইয়াছিন হাওলাদার পরিবার বর্গ একই গ্রামের মেজাবাহ উদ্দিন মোল্লা গংদের হয়রানির শিকার ইয়াছিন হাওলাদার পরিবার বর্গ।
ইয়াছিন হাওলাদার আমাদের প্রতিনিধিকে জানান তার স্ত্রী আছিয়া বেগম তার পৈত্রিক সূত্রে মালিকানা জমিতে বহু দিন পূর্বে বৃক্ষ রোপন করেন। কিছু দিন পূর্বে গাছ বিক্রি করিলে ক্রেতারা কিছু গাছ কর্তন করে। তখন প্রতিপক্ষ মেজবাহ উদ্দিন মোল্লা গংরা গাছ কর্তনে বাধা দিলে। ইয়াছিন হাওলাদারের স্ত্রী আছিয়া বেগম অতিরিক্তি জেলা মেজিষ্টেট আদালত বরিশালে মামলা করেন। যার নং- ৪৯/২০২৪(মুলাদী)। উক্ত মামলার রায়ে উল্লেখ আছে যে বিরোধীয় সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলীয় হওয়ায় ২য় পক্ষের বিরুদ্ধে স্থাপিত প্রসিডিং চুরান্ত করা গেল না। পক্ষদয়কে তাদের স্ব স্ব ভোগ দখলীয় সম্পত্তিতে শান্তি পূর্ন ভোগ দখলের আদেশ দিয়ে মামলাটি নিস্পত্তি করা হয়। উক্ত আদেশ অমান্য করিয়া মিজবাউদ্দিন মোল্লা পক্ষ বাদির গাছ বিক্রিত বাধা দেয়। এছাড়াও আছিয়া বেগমের স্বামী ইয়াছিন হাওলাদারের করা এস.আর মামলা নং ২৫/২০২৪ ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭/(গ) ধারা মামলাটি তুলিয়া আনার জন্য মেজবাহ উদ্দিন মোল্লা গংরা হুমকি দেয়। মামলা তুলিয়া না আনিলে গাছ বিক্রি করতে দিবে না। এবং শারিরিক নির্যাতন সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়, ইয়াছিন হাওলাদার পরিবার বর্গ নিরাপত্তার অভাবে ভুগছেন। সু-বিচারের দাবিতে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ইয়াছিন হাওলাদার পরিবার বর্গ।
মেহবাজ উদ্দিন মোল্লার সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন কোটের নির্দের বহিভূত কোন কাজ করিব না। স্থানীয় গন্য মান্য ব্যাক্তিদের মাধ্যমে শালিশ ব্যবস্থা হলে উভয় পক্ষের মধ্যে বিবাদ মিমাংসা হতে পারে বলে মত ব্যাক্ত করেন মেজবাহ উদ্দিন মোল্লা।