শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি : ‘অন্তর্ভূক্তিমুলক এবং টেকসই ভবিষ্যতের জন্য দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব দর্শন দিবস। দিবসটি উপলক্ষে কুমিল্লা সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দর্শনের নানাদিক তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতিরোধ ও ব্যক্তিত্বে নীতিবোধ প্রতিষ্ঠায় আজকের বিশ্বে দর্শনপাঠ অত্যন্ত প্রাসঙ্গিক। সামাজিক ও জাতীয় জীবনে সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দর্শনের শিক্ষা অত্যন্ত জরুরি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা সরকারি কলেজে শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভপতিত্ব করেন কুমিল্লা সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নূরুর রহমান খাঁন।
তাইমুর হোসেন ভূঁইয়া সজিবের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সহিদুল্লাহ, অধ্যাপক আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও আরিফা খাতুন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, ইনকিলাবের সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক ফেরদাউস আলম, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক রিংকু আক্তার, সহকারী অধ্যাপক পিযুস কুমার সরকার, প্রভাষক মাইন উদ্দিন, প্রধান শিক্ষিকা নাবিলা হালিম, সাইদ আহমেদ টুটুল, আবুল কালাম আজাদ, ইয়াসমিন আক্তার বিউটি প্রমুখ।
উল্লেখ্য, ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস উদযাপনের ঘোষণা দেয়। ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য দর্শন পরিবার, কুমিল্লা অঞ্চলের দ্বিতীয় পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়।