মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলা মুলাদী থানাধীন, নাজিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নাজিরপুর গ্রামের এনায়েত হাওলাদারের ঘরের পশ্চিম পার্শে গত ৯ (নয়) ডিসেম্বর রোজ সোমবার দিবাগত রাত্র অনুমান ৮ টা ৩০ মিনিটে পাশাপাশি বাড়ি মো: মাহবুব হাওলাদর গং ও প্রতিপক্ষ নিজাম হাওলাদারদের সঙ্গে ধান ক্ষেতের সীমনাকে কেন্দ্র করে ঝগড়া হয়।
এক পর্যায় প্রভাব শালী নিজাম হাওলাদার গংরা বেদম মারপিট করিলে মাহাবুব হাওলাদার ও তার ছেলে রাসেল হাওলাদার, মেয়ে ঝিনুক মালাকে বেদম মারপিট করে। কর্তৃপক্ষ নিজাম হাওলাদার ও তার স্ত্রী মঞ্জু বেগম, মেয়ে হাজেরা, ফারজানারা এতে মাহাবুব হাওলাদার গংদের ফুলা যখম করে। তাদের ডাকচিঁৎকারে স্থানীয় লোকজনে ফিরাইতে আসিলে দেখেন নিজাম হাওলাদার গংরা নিজেদের মারামারিতেই মঞ্জু বেগম আহত হয় বলে জানান।
উপস্থিত স্বাক্ষী এবাদুল হাওলাদার, আবুল বাসার সহ অনেকে। নিজামের শ্যালকসহ ৪/৫ জনে মাহাবুব হাওলাদার তার ছেলে রাসেলকে ঘর থেকে ধরিয়া আনিয়া মারতে মারতে রাস্তা পর্যন্ত আনলে বোয়ালিয়া পুলিশ ফাড়ির এস আই ও পুলিশ কনষ্টবল পলাশ আসিয়া মাহাবুব হাওলাদার ও তার ছেলেকে ফিরিয়ে মাহাবুবের ঘরে পৌছে দেয় বলে জানান মাহাবুব হাওলাদার।
পরে পুলিশ চলিয়া গেলে মাহাবুব হাওলাদার গং ও নিজাম হাওলাদার গংদেরকে বানীর্মদন বাজারে পল্লী চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসার জন্য স্থানীয় লোক মেহেদী ভুইয়া, মালেক মেম্বার অনুরোধ করিলে নিজাম হাওলাদারের স্ত্রী মঞ্জ বেগমকে নিয়ে রাত্রেই খারাপ উদ্ধেশ্যে করে মুলাদী হাসপাতালে নিয়ে যায় নিজামের ভাবী হক সাহেবের স্ত্রী সালমা বেগম। পরের দিন শালীশ মানার জন্য স্থানীয় বহুলোক জনকে ঘটনা মাহাবুব জানাইলে নিজাম হাওলাদার শালীশ মানতে অনিহা জানান।
পরে ১৩/১২/২০২৪ ইং তারিখে গন্যমান্য ব্যাক্তি মনির সরদার, ইকবাল সরদার,মঞ্জবেগমের মামা গিয়াস কাজী, আত্বীয় গফুর মোল্লাসহ অনেকে উভয় পক্ষকে শালীশিতে বসানোর জন্য অনুরোধ জানালে গত ১৯/১২/২০২৪ ইং তারিখ রোজ বৃহষ্পতিবার সন্ধ্যারপরে শালীশিতে বসা হয়। রহস্যজনক ভাবে কয়েক জন শালীশরা ঘটনায় উপস্থিত থাকা স্বাক্ষীদের স্বাক্ষী না নিয়ে তাদের মনগড়া লোকদের স্বাক্ষী নিয়ে শালীশি করিলে মাহাবুব হাওলাদার ন্যায্য বিচার না পাওয়ায় পুনরায় ঘটনার বিষয় নতুন শালীম মনোনীত করার অনুরোধ জানান।
তিনি আরো জানান, প্রভাব শালী নিজাম হাওলাদার তার শ্যালক জাবের চৌকিদার, সুমন , জাবেরের ছেলে সহ কয়েক জনে হুমকী দিয়ে বলেন শালীশি আর হবে না, শালীশিনামা নিলে মাহাবুব পরিবারকে মিথ্যামামলায় জড়ানো সহ বিভিন্নভাবে হয়রানী করা হবে বলে হুমকি দেয় নিজাম হাওলাদার গং। বর্তমানে নিজাম হাওলাদার গংদের অত্যাচারে জীবন নাশের ভয়ে মাহাবুব হাওলাদারের পরিবার বর্গ নিরাপত্তার অভাবে ভুগছেন। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা বাহীনিসহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। যে কোন মুর্হুতে তার ক্ষয়ক্ষতি সাধন করতে পারে নিজাম হাওলাদার গংরা বলে জানান মাহাবুব হাওলাদার।।