September 13, 2025, 1:35 am
মুলাদী প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন সফিপুর বাটামারা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ভ্যান চালক নুর আলম খান এর মেয়ে জাফরিন চাঁদনী ১৪ এর বাল্যবিবাহ নিয়ে এলাকায় লংকা কান্ড। জানা গেছে আনুমানিক চার মাস পূর্বে দুই পরিবারের ইচ্ছায় ইসলামী শরিয়া মোতাবেক বাটামারা গ্রামের ছেলে রবিউলের সাথে বিবাহ হয়।
দুই পরিবারের মধ্যে মতানক্ক হইলে মেয়ে ছেলেকে তালাক দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। পরে ছেলেপক্ষ রাজি হলে এলাকার কিছু কুচক্রী মহলের প্রতারণায় বিবাহ বিচ্ছেদ নিয়ে লংকা কান্ড শুরু হয়েছে। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। এ সুষ্ঠু সমাধান না হলে এলাকায় বাল্যবিবাহ বেড়ে যাবে বলে এলাকাবাসীর ধারণা।