September 13, 2025, 1:40 am

সংবাদ শিরোনাম:
মুলাদীতে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত দেশে বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত উত্তরায় মুহাম্মদ আফাজ উদ্দিনের সক্রিয় অংশগ্রহণে খাল পরিষ্কার মুলাদিতে বাল্যবিবাহ নিয়ে লঙ্কাকাণ্ড মুলাদীতে স্বামীর নির্যাতনের স্বীকার শিপু আক্তার  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সন্দেহভাজন আটক ৫, সারাদেশে শোক-বিক্ষোভ-সমাবেশ নাজির পুরে ধান ক্ষেতের সীমানা নিয়ে কথা কাটাকাটিতে মারামারি ব্যবসায়ী সালাউদ্দিন চৌধুরী ও তার পরিবারের নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ‘ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দর্শনের শিক্ষা জরুরি’ সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদীর সোনামদ্দিন বন্দরে বিএনপির আলোচনা সভা

মুলাদীতে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী সদর উপজেলার জমি-জমার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবুল বেপারি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বজয়সুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাবুল বেপারি ও মল্লিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকালে কথাকাটাকাটির একপর্যায়ে করিম মল্লিক, রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ তিন-চারজন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেপারি পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন আলিম বেপারি এবং রেসমা বেগম। নিহত বাবুল বেপারিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পাশের আখক্ষেত থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা আহত দুইজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারি জানান,আমরা ঘেরে জমি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের পুত্র করিম মল্লিক, করিম মল্লিকের পুত্র রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ সাত-আটজন ও স্থানীয় প্রভাবশালী বেল্লাল সরদার হামলা চালায়। ঘটনা শোনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রফিক মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পরিবারের ওপরও আগে থেকে উসকানি চলছিল। ওইদিন পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। আমরা পরিকল্পিত কোনো হামলা চালাইনি। তদন্তে সত্য বের হয়ে আসবে। আমরা কোনো পরিকল্পিত হামলা করি নাই। ঘটনাটি একেবারে উত্তেজনার মুহূর্তে ঘটে গেছে।

বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 ithostseba.com
Design & Developed BY Hostitbd.Com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com