শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
হিমালয়ের হিম বাতাসের প্রভাব আরও বাড়তে শুরু করেছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। মৌসুমের শুরু থেকেই জেলাটিতে কামড় বসাচ্ছিল শীত। পৌষের শুরুতে সেই শীতের তীব্রতা এবার এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকিয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের ও চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা অপরিবর্তিত থেকে সকাল ৯টায় একই রেকর্ড করা হয়। সারা দেশের মধ্য এবং চলতি শীত মৌসুমে এটা সর্বনিম্ন।
এর আগে ২০১৮ সালে ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা ছিল বিগত কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা।