রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
মোঃ সফিউল্লাহ সরকার, কুমিল্লা, প্রতিনিধি ।।
আমাদের কুমিল্লা ইদানিং এলাকাভিত্তিক কিশুর গ্যাং গ্রুপ তৈরী হয়েছে তাছাড়া স্কুল ও কলেজেও কয়েকজন মিলে একটি গ্রুপ তৈরী করে।যে কোন ছোটখাটো বিষয় নিয়ে গ্রুপের একজন সদস্য জড়িয়ে পরলে বাকিরাও জড়িয়ে পরে।ছোট কোন বিষয় থেকে তারা মারামারিতে জড়িয়ে পড়ে! যা আমাদের ভবিষৎ সমাজ ব্যাবস্থার জন্য খুবই খারাপ।
কুমিল্লা অসংখ্য কিন্ডার গার্টেন, ১ টি সরকারি ও কয়েকটি নামকরা বেসরকারি স্কুল, ১ টি সরকারি কলেজ ও ১ টি মহিলা বিশ্ববিদ্যালয় থাকার কারনে আশেপাশের কয়েকটি উপজেলার লোকজন তাদের সন্তানদের ভাল লেখাপড়ার আশায় কুমিল্লায় বসবাস করেন। আমাদের সন্তানদের লেখাপড়া বিষয় জোড় দেয়ার সাথে সাথে তাদের বন্ধু, সহচড় কে তা খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি আমাদের উপজেলা ও থানা প্রশাসন, বিভিন্ন এলাকার সমাজ যারা পরিচালনা করেন ও অভিবাবকরা যদি সচেতন হই তাহলে আমাদের সমাজটা আরো অনেক সুন্দর হবে ।