বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
এম এ গফুর মোল্লা
চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দৃষ্টি নন্দন পরিবেশে চলছে দাখিল পরিক্ষা ২০২৪ ইং
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকাঃ-দাখিল পরিক্ষা ২০২৪ সন। ৮২৯ মুলাদী-২ (চরকালেখান) কেন্দ্রের দৈনন্দিন প্রতিবেদন চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসা, মুলাদী, বরিশাল।
তারিখ: ১৮-০২-২০২৪ ইং পরিক্ষার বিষয়: আরবী ১ম পত্র বিষয় কোড নং- ১০৩, মোট ৯টি মাদ্রাসার পরিক্ষার্থী সংখ্য -২৩৫ জন। উপস্থিত – ২২৩ জন । অনুপস্থিত – ১২ জন।
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুলাদী, কেন্দ্র সচীব মোঃ দেলোয়ার হোসেন প্রিন্সিপল চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসা। দৃষ্টি নন্দন পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।