বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
এম এ গফুর মোল্লা/মোঃ সোলাইমান
২০২৪ ইং সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষা বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে দৃষ্টি নন্দন পরিবেশে ও স্মার্ট বাংলাদেশ গড়ার ন্যায় পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র কোড নম্বার ৬৭৭ পরিক্ষার্থী সংখ্যা ২৫১, ২০-০২-২০২৪ ইং তারিখ রোজ মঙ্গবার সকাল ১০.০০ ঘটিকা হইতে বেলা ১.০০ টা পর্যন্ত ইংরেজী (আবশ্যিক) – ১ম পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয় কোড নং ১০৭।
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্ত মোঃ জিল্লুর রহমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুলাদী। কেন্দ্র সচীব বাবুল আকতার সহকারী প্রধান শিক্ষক বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের পরিক্ষার্থী ২৫৪ জন, উপস্থিত ছিলেন ২৫১ জন, বিদ্যালয়ের নাম বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, জাগরনী মাধ্যমিক বিদ্যালয়, এবিআর মাধ্যমিক বিদ্যালয়, বাটামারা বিএস মাধ্যমিক বিদ্যালয়, চিঠির চর মাধ্যমিক বিদ্যালয়।
সরজমীনে গিয়ে পরিক্ষার বিষয় সচেতন ব্যাক্তিদের সাথে আলাপ করলে তারা প্রতিনিধীকে জানান পরিক্ষার কেন্দ্রে নিয়ন্ত্রন কারী অফিসার, শিক্ষক মন্ডলী সহ আইন শৃঙ্খলা বাহিনী যে ভাবে দ্বায়িত্ব পালন করতেছে এতে দৃষ্টি নন্দন পরিবেশ ছারিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাছাকাছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু পরিক্ষা চলাকালীন সময় নিয়ন্ত্রন কারী অফিসার শিক্ষক মন্ডলী সহ আইন শৃঙ্খলা বাহিনী কে পরিক্ষার বিধি মালা অনুযায়ী দ্বায়িত্ব পালনের জন্য ব্যাপক পরামর্শ দিয়ে আসছেন বলে জানান কেন্দ্র সচীব বাবুল আকতার।