বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ভলাকুট ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডে ( বালিখলা) গত ২০২১ সালে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্ধী প্রার্থী মো. বাচ্চু মিয়া ওই ওয়ার্ডের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তৈয়ুবুর রহমানের বিরুদ্ধে সংর্শ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছিলেন।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র ছিল বালিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,বিবাদি তৈয়ব হোসেন নাসিরনগর থানার মামলা নং ১২ তাং ১১/১২/২০১৬ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৪/৩২৫/৩২৬ সহ বিভিন্ন ধারায় দন্ডবিধি মূলে জি.আর মামলায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বারা এফ আই আর ও চার্জশিট ভুক্ত পলাতক আসামী।
রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে সরবরাহ করা ফলাফলে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১ নং বিবাদি তৈয়ব হোসেন কে মোরগ প্রতীকে বৈধ প্রার্থী দেখিয়ে নির্বাচিত দেখানো হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে গত ২৪/০১/২০২৩ ইং ২৩/০৮/২০২৩ ইং ও ১০/১০/২০২৩ ইং তাং উভয় পক্ষের শুনানি, বক্তব্য ও সাক্ষ্য প্রমাণাদি শেষে নির্বাচন সংক্রান্ত ট্রাইবুন্যাল ১ নং বিবাদি তৈয়ব হোসেন কে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে অযোগ্য ও সম্পূর্ণ বে- আইনি ঘোষণা করে তার সদস্য পদ বাতিল করে।অপর দিকে বাদী ও দরখাস্তকারী মো. বাচ্চু মিয়া কে( ফুটবল প্রতীক)নতুন ইউপি সদস্য হিসেবে ঘোষণা করে ১৯/০২/২০২৪ ইং রায় একটি প্রকাশ করেন।