বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন বোয়ালিয়া গ্রামের বিধাব জুলেখা বেগম একই গ্রামের প্রতি পক্ষ আমির হোসেন ও জাফর হাওলাদার পিতাঃ মৃত আব্দুর রব হাওলাদার দের নিকট জমি বিক্রি করে হয়রানির শিকার। সুবিচার পাওয়ার দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট।
জুলেখা বেগম আমাদের প্রতিনিধিকে জানান সে জমি বিক্রির প্রস্তাব করিলে প্রতি পক্ষ আমির হোসেন ও জাফর হাওলাদার ক্রয় করার মত প্রকাশ করে এবং ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জাফরের চাচা মালেক মাওলানার উপস্থিতিতে বায়না বাবদ দেয়। অনুমান আড়াই বছর পূর্বে, বায়না দিয়ে জমিনের কাগজ পত্রও জাফর বুঝে নিয়ে আর কবলা নেয় না। জমি ১০ শতাংশ মূল্য মোটঃ ৩০০,০০০/- (তিন লক্ষ) টাকা। জমির টাকা নিয়ে ঘুরা ঘুরি করে আসছে। আমি টাকা চাইলে বলে ৪ শতাংশ জমি কবলা রাখিবে। ১০ শতাংশ রাখবে না। তখন আমি তার বায়ণা টাকা ফেরত দিতে চাইলে ফেরত না নিয়ে আমার জমি তাদের বাড়ির দখলে নিয়ে যায়। মালেক মাওলানার মাধ্যমে আমার জমির দলিল জাফর নিয়ে আর ফেরত দিতে চায় না। জাফর ডিডিপির ইউনিয়ন দল নেতা বিধায় ভয়ে এলাকার কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
আমি যাহাতে আমির হোসেন ও জাফর হাওলাদারের হয়রানি থেকে মুক্তি পাই ও আমার জমির দলিল ফেরতসহ বায়না টাকা ফেরত দিয়ে জমির দখল ফেরত পাই। তার সু-বিবিধ ব্যবস্থা দানে যথাযত কর্তৃ পক্ষের সু-দৃষ্টি কমনা করছি। জীবনের ভয়ে আমি আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছি না। জাফরের হয়রানির ভয়ে রাত্রে আমি বাড়ি ছেড়ে বড়ো ছেলের বাড়িতে গিয়ে থাকি।
আমার বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন অজুহাত দিয়ে আমার মান সম্মান হানি করার পায়তারা করছে প্রতিপক্ষ জাফর হাওলাদার ও আমির। আমার উল্লেখিত বিষয় জাফরের চাচা মালেক মাওলানার নিকট অনক কিছু জানতে পারবেন। জাফরের সাথে আলাপ করলে তিনি বলেন, ৪ শতাংশ জমির বেশী সে পাবে না। উহা দিলে বাকি টাকা দিয়ে কবলা করিবে। জুলেখাকে কাগজ প্রত্র ফেরত দেওয়া যাবে না । জমি জাফরের দখলে বলে শিকার করেন।