বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
সোলাইমান, নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলা মুলাদী উপজেলাধীন বাটামারা ইউনিয়নের ০৭নং ওয়াডের বাসিন্দা আলি আকবার শিকদার আমাদের প্রতিনিধিকে জানান যে, তার পুত্র সাকিব (১৭) ও আল-ইসলাম (১৫) দের বিরূদ্ধে একই গ্রামের আতাহার সরদার তার মেয়ে আনহা (জুঁই) কে গত ২০/১০/২০২৪ ইং তারিখ রোজ রবিবার সকাল অনুমান ১০ ঘটিকায় সাকিব আমার বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষনের দূর্বদনাম উল্লেখ করে আনহার পিতা আতাহার সরদার বাদী হয়ে বরিশাল বিঞ্জ নারী ও শিশু নির্যাত দমন ট্রাইবুনাল আদলতে তার পুত্র সাকিব ও মাইনুদ্দিন মোল্লার পুত্র আল-ইসলামদের বিরূদ্ধে মামলা করে। তার আমার ছেলের বিরূদ্ধে উজিরপুর থানাসহ পার্শবর্তী অন্যান্য থানায় যৌননিপীড়নের একাদিক অভিযোগ রয়েছে বলে মামলায় উল্লেখ করে। এম পি নং-৩৯০/২০২৪ ইং ( মুলাদী)। মামলায় উল্লেখিত বিবাদী সাকিব অনুমান দেড় মাস আগে থেকে ঢাকায় জুয়েল মোল্লার বিরানী হোটেলে কাজ করে এবং ২ নং বিবাদী আল-ইসলাম পরিবারবর্গসহ অনুমান আট নয় মাস ধরে ঢাকায় থাকে। বাদীর সাথে আকবার শিকদারের জমি জমার সীমানা নিয়ে বহুদিন ধরে বিবাদ চলে আছসে। ভিকটিম আনহার শারিরীক ডাক্তারী পরিক্ষা হলে ধর্ষনসহ মামলায় উল্লেখিত ঘটনা সম্পূর্ন মিথ্যা প্রমানীত হবে। আলি আকবার শিকদার পরিবারবর্গকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার জন্য বাদীপক্ষ পায়তারা চালাচ্ছে। বাদী পক্ষের মিথ্যা মামলার হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বলে জানান আলি আকবার শিকদার। বাদীর মামলার ঘটানার বিষয় মিথ্যা বলে জানা যাবে স্থানীয় লোক, কালাম মৃধা, সাহে আলম মোল্লা, মোশারেফ মৃধা, দুলাল শিকদার, মনির শিকদার, হেলাল আকন সহ আরো অনেকে।
বাদীর বোন জিয়াসমিন বলেন মামলার কপিতে বিস্থারিত বিষয় উল্লেখ আছে।